নিজস্ব প্রতিনিধি, বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, পূর্ব বর্ধমান: সক্রিয় একটি বন্দুকের কার্তুজের গায়ে চিঠি জড়িয়ে মাওবাদী নাম দিয়ে এক চিকিৎসককে হুমকি। পাশাপাশি চিকিৎসকে বুধবার পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়। মঙ্গলবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার গ্রামীণ হাসপাতালে।
মঙ্গলবার সকাল দশটা নাগাদ হাসপাতালের বহিঃবিভাগে দরজা খুলে ঢুকে দেখেন দরজার সামনেই একটি চিঠি পড়ে আছে। চিঠি খুলে তিনি দেখেন, তাতে লাল কালি দিয়ে লেখা আছে মাওবাদী নামে আগামীকাল অর্থাৎ বুধবার পাঁচ লক্ষ টাকা দিতে হবে। না হলে গোটা পরিবারের প্রাণ সংশয়ের হুমকি দেওয়া হয়েছে।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেব্ররম জানান, “চিঠিটি দরজার নীচ দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই গোটা বিষয়টি জানানে হয়েছে ভাতার থানায়। পুলিশ জানিয়েছে চিঠির সঙ্গে থাকা কার্তুজটি সক্রিয়”।
ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান ভয় দেখানোর জন্যই এই রকম মাওবাদী নাম দিয়ে চিঠি দেওয়া হয়েছে। বুধবার সকালে এলাকার বিধায়ক মানগোবিন্দ অধিকারী আসেন এবং সব কিছু শোনার পর সাংবাদিকদের বলেন এটা কোন মাওবাদী সম্পর্কিত কোন ঘটনা নয়। ওন্য কোন শত্রুতার কারন হতে পারে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।