নিজস্ব প্রতিনিধি, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: আবারো অমানবিক রূপ দেখা গেল বর্ধমান পৌরসভার ট্রাফিক কর্মীদের। পুলিশের সামনেই টোটো ভাঙ্গা হচ্ছে, পেরেক দিয়ে টোটোর হাওয়া খুলে দেয়া হচ্ছে এবং তাদের গাড়ির চাবি পর্যন্ত নিয়ে নেয়া হয়। বারবার এরকম ধরনের ঘটনা ঘটেই চলেছে। বর্ধমান শহরে বিভিন্ন প্রান্তে যেখানে অমানবিকভাবে টোটো চালকদের এই ভাবে অত্যাচার করা হচ্ছে তাতে বলার কোনো ভাষা নেই।
টোটো চালকদের কাছ থেকে জিজ্ঞেস করলে তারা বলে “এইভাবেই জোর জুলুম চালিয়ে যাচ্ছে, আমরা কোন কথা বলতে গেলে আমাদের গাড়ি চাবি খুলে নিচ্ছে”। বিশেষ করে এই চিত্রটি দেখা যায় বর্ধমান হসপিটাল চত্বরে। টোটোর চাবি খুলে নেওয়া হয়, ভাঙচুর করা হয়, এমনই অভিযোগ করছেন টোটো চালকরা। তারা আরো বলেন পেশেন্ট নিয়ে গেলে তাদেরকে নাকি জোর করে নামিয়ে দেয়া হচ্ছে। পৌরসভা ট্রাফিক কর্মীদের জিজ্ঞেস করলে তারা জানান তাদেরকে নাকি অর্ডার দেয়া আছে। উচ্চ স্তরের কর্তৃপক্ষের কাছ থেকে আদৌ কি অর্ডার আছে?
বর্ধমান পৌরসভার কাউন্সিলর শাহাবুদ্দিন খান বলেন “তারা আইন না মানলে তাদের জন্য এটাই করা উচিত, যা করেছে ঠিক করেছে পৌরসভার কর্মীরা”। আমরা একজন পুলিশ কর্মীর কাছে এই বিষয়ে কথা বললে তিনি জানান এরকম ধরনের কোন অর্ডার নেই। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসকে প্রশ্ন করা হলে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।