নিজস্ব প্রতিনিধি, বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, পূর্ব বর্ধমান: ঝুঁকির পারাপার পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের অমরপুরে এই ভরা বর্ষায় দামোদর যখন ভয়ংকর রূপ নিচ্ছে সেই সময় চলছে খেয়া পারাপার। ১৩ টি গ্রামের মানুষের ভরা বর্ষায় একটাই ভরসা খেয়া পারাপার। বহুবার দুর্ঘটনা ঘটেছে এই খেয়া পারাপার করতে গিয়ে।
যেখানে খেয়া পারাপার করায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে জামালপুরের অমরপুরে বিপদের ঝুঁকি নিয়ে চলছে খেয়া পারাপার। সারি সারি বেয়ে ফেলে রাখা হয়েছে লাইফ জ্যাকেট কিন্তু তা না পরে চলছে খেয়া পারাপার। সকালবেলা ঘুম থেকে উঠেই ওপারের শিয়ালি, মাঠ সিয়ালি, মুইদিপুর প্রভৃতি গ্রামের মানুষকে সবজি নিয়ে আসতে হয় এপারে না হলে হাড়ি চাপবে না। ওপারে ১৩ টি গামের একমাত্র ভরসা বর্ষাকালে এই খেয়া পারাপার।
হসপিটাল থেকে থানা আবার বিডিও অফিস সমস্ত কিছুই ওপারে মানুষের ভরসা খেয়া পারাপার করে এপারে আসা। আবার এপারে অমরপুর গ্রামের পঞ্চায়েত অফিস ওপারে জ্যোত্রশ্রীরাম। খেয়াপার না করলে পায় 40 কিলোমিটার পথ ঘুরে আসতে হবে এপারে। তাই সত বিপদ মাথায় নিয়েও এই দুপারের মানুষের খেয়া পারাপারই একমাত্র ভরসা। আবার অতিরিক্ত লাভের আশায় মাঝিরা নৌকাতে অতিরিক্ত যাত্রী পরিবহন করে ঝুঁকির পারাপার করছে। এই শত কিছু দেখেও প্রশাসন উদাসীন।