নিজস্ব প্রতিনিধি, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩, পূর্ব বর্ধমান: গৃহবধূকে শ্বাসরোধ করে মেরে ঝুলিয়ে দেয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে কালনা থানার অন্তর্গত রামেশ্বরপুর এলাকায়। মৃত ওই মহিলার নাম সুস্মিতা মন্ডল। তার শ্বশুরবাড়ি কালনা রামেশ্বরপুর এলাকায়। মৃতের শ্বশুরবাড়ির লোকজনের দাবি শাশুড়ির সাথে মনোমালিন্যের জেরে এমন ঘটনা ঘটিয়েছে সে।
যদিও এ বিষয় মানতে নারাজ মৃতের বাপের বাড়ির লোকজনেরা। তাদের দাবি জামাই আগে থেকেই মেয়েকে অত্যাচার করত। এমনকি মেয়ে শাশুড়ি এবং ননদ জ্বালাতন করত তার মেয়েকে। আমাদের অনুমান শ্বাসরোধ করেই খুন করে ঝুলিয়ে দিয়েছে তাদের মেয়েকে। পুরো বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ জানিয়েছে রবিবার মেয়ের পরিবারের লোক। যদিও মৃত এই গৃহবধূর শ্বশুর পুরো অভিযোগে অস্বীকার করেছে।