নিজস্ব প্রতিনিধি, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: মদ্যপ অবস্থায় সরকারী ডাক্তার, ডাক্তারের মাতলামি দেখতে গ্রামবাসীদের ভিড়। বুধবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম ব্লক প্রাথমিক হাসপাতালের। চিকিৎসক ডাক্তারের নাম সৌরভ দাস। এক কথায় কেতুগ্রাম হাসপাতালের মেডিকেল অফিসার। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম এলাকার বহু মানুষ আসেন চিকিৎসা করাতে।

এই হাসপাতালে রোগীদের ভর্তি করা হয়। এই হাসপাতলে ডাক্তার সৌরভ দাস রোগীদের চিকিৎসা করে থাকে। বুধবার বিকেলে ডাক্তারবাবুর নেশা এতটাই হয়ে যায় যে তিনি মাতাল হয়ে প্যান্টে প্রস্রাব করেন। কখনো রাস্তায় হামাগুড়ি দিতে থাকেন, কখনো ভ্যানের ওপর শুয়ে থাকেন, কখনো আবার অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।

ডাক্তারের এই ঘটনা দেখতে এলাকার মানুষের ভিড় জমে যায়। ডাক্তারের এই ছবি তুলে অনেকে আবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলে তা আবার ভাইরাল হয়ে যায়। যে ডাক্তারের কাছে মানুষ আসে চিকিৎসা করাতে সেই ডাক্তার যদি নেশাগ্রস্ত হয় তাহলে রোগীদের চিকিৎসা করবে কি করে? এই প্রশ্নই এখন কেতুগ্রাম এলাকা জুড়ে ঘুরে বেড়াচ্ছে।