Friday, May 10, 2024
Homeপশ্চিমবঙ্গমালদাইংরেজবাজারে নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে ইংরেজবাজার থানার আইসি

ইংরেজবাজারে নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে ইংরেজবাজার থানার আইসি

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪, মালদা: মালদা শহরে বেড়েই চলেছে বেআইনি মাদক ঠেক। মাঝেমধ্যেই চুরি, ডাকাতি ও খুনের ঘটনা ঘটায় আতঙ্কিত শহরবাসী। অপ্রীতিকর ঘটনা রুখতে সোমবার রাতে মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনে বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ইংরেজবাজার থানার নবাগত আইসি সঞ্জয় ঘোষ, টাউন বাবু গৌতম চৌধুরী, মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সহ-সভাপতি কমলেশ বিহানি, সম্পাদক উত্তম বসাক, উপদেষ্টা মন্ডলীর সদস্য বিমল চন্দ্র দাস, বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্য ব্যবসায়ীরা।

- Advertisement -

এদিন বৈঠকে আগত মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন আইসির সামনে। প্রত্যেকের অভিযোগ লিপিবদ্ধ করা হয় পুলিশের পক্ষ থেকে। ব্যবসায়ীদের কাছ থেকে শুনে পুলিশ চিহ্নিত করে শহরের বেআইনি মাদক ঠেক গুলি।

শহরে বিভিন্ন অসামাজিক কাজকর্ম রুখতে ব্যবসায়ীদের সাহায্য প্রার্থনা করেন ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষ। তিনি তার ব্যক্তিগত মোবাইল নম্বর সহ থানার অন্যান্য অফিসারদের মোবাইল নম্বর শেয়ার করেন ব্যবসায়ীদের কাছে। যে কোন সমস্যায় তাকে ফোন করলে সমস্যা মেটানোর আশ্বাস দেন ইংলিশ বাজার থানার আইসি। তিনি শহরের সমস্ত সোনার দোকান রাত্রি আটটার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেন।

- Advertisement -

মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন, শহরের ক্রাইম ও অসামাজিক কাজকর্ম রোখার উদ্দেশ্যে পুলিশ ও ব্যবসায়ীদের বৈঠকের আয়োজন করা হয়। এর পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় যে সমস্ত মাদক ঠেক রয়েছে তার বিরুদ্ধে অভিযান শুরু করা হবে পুলিশের পক্ষ থেকে বলেও জানান তিনি। অপরাধের সঙ্গে যদি কোন ব্যবসায়ী যুক্ত থাকেন তার বিরুদ্ধেও পুলিশ ব্যবস্থা গ্রহণ করলে সেই বিষয়ে তারা কোনও হস্তক্ষেপ করবেন না। অপরাধ দমনে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.thestreetpress.com
Sk Sahiluddin is a seasoned journalist and media professional with a passion for delivering accurate and impactful news coverage to a global audience. As the Editor of TSP Bangla, he plays a pivotal role in shaping the editorial direction and ensuring the highest journalistic standards are upheld.
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর