Home পশ্চিমবঙ্গ কলকাতা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নিউ টাউন সহ একাধিক জায়গায় ইডির হানা

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নিউ টাউন সহ একাধিক জায়গায় ইডির হানা

নিউ টাউনে প্রসন্ন রায়ের অফিসে দু’ঘণ্টা ধরে বাইরে দাঁড়িয়ে ইডি আধিকারিকরা। নিজস্ব চিত্র।

নিজস্ব প্রতিনিধি, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪, নিউ টাউন: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শহরের একাধিক জায়গায় ইডির হানা। প্রসন্ন রায়ের নিউটাউনের বাড়ি ও অফিসে তল্লাশি। ইতিমধ্যেই প্রসন্ন রায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছে এবং বর্তমানে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছে। সিবিআই এর মামলা থেকে জামিন পেলেও এবার ইডির হানা প্রসন্ন রায়ের বাড়ি ও অফিস সহ একাধিক জায়গায়।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মিডিলম্যান হিসেবে কাজ করত প্রসন্নকুমার রায় বলে ইডি সূত্রে খবর। ৪০০ টিরও বেশি জায়গায় সম্পত্তি রয়েছে প্রসন্ন কুমার রায়ের, তার এই সম্পত্তির কি সোর্স তা নিয়ে এবার তদন্তে নেমেছে ইডি। বৃহস্পতিবার সকাল থেকে নিউ টাউন বলাকা আবাসনের দুটি বাড়ি, দক্ষিণ 24 পরগনার আইডিয়াল ভিলা সহ একাধিক জায়গায় ইডি তল্লাশি চালায়।

নিউ টাউনে প্রসন্ন রায়ের অফিসে দু’ঘণ্টা ধরে বাইরে দাঁড়িয়ে থাকেন ইডি আধিকারিকরা। অফিসের চাবি না থাকার কারণে তারা বাইরে দাঁড়িয়ে থাকেন। তখনো প্রসন্ন রায়ের কর্মচারী চাবি নিয়ে আসেনি তাই শুরু করা যায়নি তল্লাশি অভিযান। এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রসন্ন রায়, তিনি ইতিমধ্যে জামিনে ছাড়া পেয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকেই তার বাসভবন সহ নিউ টাউন কলকাতায় চলেছে তার একাধিক ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি অভিযান।

Exit mobile version