পাপাই সরকার, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা পরিষদের ৬৬ জন সদস্যের মধ্যে বিভিন্ন বিভাগের ৯ জন কর্মাদক্ষ্য সহ প্রতি বিভাগের চারজন করে সঞ্চালক নির্বাচিত হয়ে থাকে। এ ছাড়াও মেন্টর অধ্যক্ষ্য মিলিয়ে ৪৯ জনের একটি কমিটি তৈরি হয়। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলাপরিষদের স্থায়ী কমেটির কর্মাদক্ষ্য গঠন করা হলো। কিন্তু দেখা গেল বেশ কয়েকজন সদস্যকে একের অধিক দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।
এবার স্থায়ী সমিতির জনসাস্থ্য কর্মাধ্যক্ষর দায়িত্ব পেয়েছেন বিশ্বনাথ রায়, পূর্ত দপ্তরের দায়িত্বে পেয়েছেন মিঠু মাঝি, কৃষি ও সেচ দপ্তরে দায়িত্ব পেয়েছেন মেহেবুব মন্ডল। নারী ও শিশু বিভাগের দায়িত্ব পেয়েছেন মাম্পি রুদ্র, বনভূমি দপ্তরের দায়িত্ব পেয়েছেন নিত্যানন্দ ব্যানার্জি, বিদ্যুৎতের দায়িত্ব পেয়েছেন আরতি খান, মৎস্য দপ্তরের দায়িত্ব পেয়েছেন শিশির মন্ডল, খাদ্য দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে গুফরানা ইয়াসমিনকে।