নিজস্ব প্রতিনিধি, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলা তথা বিশ্বের শ্রেষ্ঠ দুর্গোৎসবের মা কার্ণিভালের আলোচনা সভা অনুষ্ঠিত হলো বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে। বিধায়ক খোকন দাসের উদ্যোগে এই মা কার্ণিভাল বর্ধমান শহরে চালু হয়েছিলো ২০২২-এ। এবছর আবারো অনুষ্ঠিত হতে চলেছে বর্ধমান শহর দুর্গোৎসবের মা কার্ণিভাল। তারই আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসন সহ শহরের পুজো কমেটিগুলোকে নিয়ে।
কলকাতার মতো দুর্গাপুজো কার্নিভাল গত বছর থেকে বর্ধমান শহরের মধ্যে ও শুরু হয়েছে। ঐতিহ্যবাহী ক্লাব ও পুজো কমিটিগুলোকে নিয়ে এই কার্নিভালের আয়োজন করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি বাংলার সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্য নিয়ে এখন প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলা প্রশাসনের উদ্যোগে গত বছরেই ইতিমধ্যে দুর্গাপুজোর শোভাযাত্রা নিয়ে কার্নিভাল ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
এবছরে ২৬ অক্টোবর বিভিন্ন নামকরা পুজো কমিটিগুলিকে নিয়ে দুর্গাপুজোর কার্নিভালের সূচনা করা হবে এবং সেরা পূজো কমিটিগুলোকে পুরস্কৃত করা হবে। তাই সেই দুর্গোৎসবকে সামনে রেখে কার্নিভালের প্রস্তুতি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, পুলিশ সুপার আমনদ্বীপ , বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী, এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দ এবং শহরের নানান দুর্গাপুজো কমিটিগুলির সভাপতি ও সম্পাদকগন।