নিজস্ব প্রতিনিধি, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: জল জীবন মিশন ২০২৪ প্রকল্পের কাজের কারণে চরম ভোগান্তিতে গ্রামের মানুষ জন। বেশির ভাগ গ্রামের সব জায়গাতে ঢুকতে পারছে না চার চাকা। বাইক চালিয়ে নিয়ে যাওয়া তো খুবই কষ্টকর ব্যাপার। ঘটছে প্রায়ই দুর্ঘটনা। অসুবিধার মুখে পড়ছে রুগী থেকে ছাত্র ছাত্রীরা সহ গ্রামের মানুষজন।
বাজার-হাট ব্যাবসা-বাণিজ্য চাকরি তথা নিত্য কাজের প্রয়োজনে গ্রামের মানুষকে বাইরে বেরুতে হয় প্রতিদিন। আর সেই কাজেই চরম ভোগান্তির মুখে গ্রামের মানুষজন। জল জীবন মিশন প্রকল্প ২০২৪ এর শুরু হয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। তারই সাথে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন গ্রামে জলের পাইপ লাইন বসানোর কাজ শুরু হয়েছে প্রায় দেড় মাস আগে থেকে।
পাইপ লাইন মাটির ভিতরে বসানোর পর মড়াম রাস্তাগুলোতে নেই মড়াম। ভর্তি হয়ে গিয়েছে কাদায়। রাস্তার ওপরে জমেছে জল। ঢালাই রাস্তা গুলির মাঝে গর্ত করে পাইপ বসানোর জন্য রাস্তার মাঝ বরাবর বড়ো বড়ো গর্তের সৃষ্টি হয়েছে। আর এই অসুবিধার মধ্যেই চলতে হচ্ছে বিভিন্ন গ্রামের মানুষ জনকে। বিশেষ ভাবে সরকারি দৃষ্টি আকর্ষণ করছেন গ্রামের মানুষ জন।
খণ্ডঘোষ ব্লকের কৈয়র গ্রাম পঞ্চায়েতের বড় গোপিনাথপুর, শঙ্করপুর, তোরকোনা, আদিপুর এবং উখরিদ গ্রাম পঞ্চায়েতের সরঙ্গা গ্রাম সহ বিভিন্ন গ্রামের অবস্থাই প্রায় এক। যেখানে কৈয়র গ্রাম পঞ্চায়েতের দুটি জায়গায় দুটি জল ট্যাঙ্কি হবার কথা সরকারি ভাবে ঘোষণা হয়েছিল। সেখানে একটি ট্যাঙ্কি তৈরি হলেও অন্যটি এখনো তৈরির কাজ শুরুই হয়নি বলে জানাচ্ছেন এলাকাবাসীরা। অথচ আগে থেকে বর্ষার সময় পাইপ লাইন বসিয়ে গ্রামের রাস্তার বেহাল দশার সৃষ্টি করলো। সামনেই দুর্গা পূজা, কালীপূজা সহ বিভিন্ন উৎসব। আর এখন রাস্তার অবস্থা বেহাল পাইপ লাইন বসানোর জন্য। তাই ক্ষতিগ্রস্ত গ্রামের মানুষজন সরকারি দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করেছেন বারবার।