নিজস্ব প্রতিনিধি, বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের রায়না-২ ব্লকের গোতান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোটশিমুল গ্রামের কাছে মিঞা পাড়ায় মুন্ডেশ্বরী নদী বাঁধে ধ্বস। ঘটনাস্থল পরিদর্শনে উপস্থিত জেলা শাসক সহ সেচ দপ্তরের আধিকারিকরা। তরিঘরি গ্রামের মানুষ কে সঙ্গে নিয়ে বাঁশ পুতে, বালির বস্তা ফেলে চলে বাঁধ মেরামতির কাজ।
গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে বিভিন্ন ব্যারেজগুলিতে জলস্ফৃতি হওয়াতে খালি করার জন্য জল ছারছে। যার ফলে রাজ্যের বিভিন্ন নদ, নদী ও শাখানদী গুলি ফুলে ফেঁপে উঠেছে। ফলে পূর্ব বর্ধমানের রায়না-২ ব্লকের গোতান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোটশিমুল গ্রামের কাছে মিঞা পাড়ায় মুন্ডেশ্বরী নদীর জল বেরেছে। এরপরেই বাঁধে ধ্বস দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা। সেই খবর পেয়ে বুধবার থেকেই ভাঙ্গন মেরামতিতে নামে গ্রামের মানুষ ও প্রশাসনিক আধিকারিকরা। গ্রামবাসীদের দাবি নদী বাঁধের ১০০ ফুট মত অংশে ধ্বস দেখা দিয়েছে। রীতিমতো বাঁশ পুতে, বালির বস্তা ফেলে বাঁধ মেরামতি করা হচ্ছে।