শুক্রবার, জুন 14, 2024
হোমপশ্চিমবঙ্গপশ্চিম বর্ধমানকয়লা পাচার মামলা: আসানসোলে বিশেষ সিবিআই আদালতে হলোনা চার্জ গঠন

কয়লা পাচার মামলা: আসানসোলে বিশেষ সিবিআই আদালতে হলোনা চার্জ গঠন

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, মঙ্গলবার, ২১ মে ২০২৪, আসানসোল: কয়লা পাচার মামলায় আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতে মঙ্গলবার চার্জ গঠন করার দিন নির্ধারিত ছিল। কিন্তু আজ চার্জ গঠন করা হয়নি, কারণ তিনজন অভিযুক্ত অনুপস্থিত ছিলেন। তারা হলেন বিনয় মিশ্র, জয়দেব মন্ডল, এবং নারায়ন খরকা।

- Advertisement -

আগামী ৩ জুলাই পরবর্তী চার্জ গঠনের দিন ধার্য করা হয়েছে। এদিন অবশ্য আদালতে লালা হাজির ছিলেন। বিচারক রাজেশ চক্রবর্তী শুনানির শেষে আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন এবং সিবিআইকে চার্জ গঠন করতে বলেন। বিচারক এছাড়াও চার্জশিটে নাম থাকা সবাইকে ওইদিন আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেন।

প্রসঙ্গত, এই মামলার চার্জশিটে ৪৩ জন অভিযুক্তের নাম রয়েছে বলে জানা গেছে। বিচারকের নির্দেশে মঙ্গলবার সকালেই মামলার তদন্তকারী সিবিআই অফিসার উমেশ কুমার সিং, একাধিক আইনজীবীসহ অন্যান্যরা আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতে উপস্থিত ছিলেন।

- Advertisement -

এদিকে, এদিন একাধিক অভিযুক্তদের আইনজীবীরা আদালতে জানান, তারা এখনও সিবিআইয়ের পক্ষ থেকে মামলার কপি পাননি। এছাড়া, ৪৩ জন অভিযুক্তের মধ্যে জয়দেব মন্ডল ও নারায়ন নন্দা এদিন আদালতে উপস্থিত ছিলেন না। তাদের আইনজীবীরা জানান, মেডিক্যাল কারণে তারা হাজির হতে পারেননি। তাই মঙ্গলবার আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতে চার্জ গঠন হয়নি। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ জুলাই।

এদিন শুনানি শেষে আইনজীবী অভিষেক মুখোপাধ্যায় জানান, চার্জ গঠন করা হয়নি কারণ চার্জশিটে নাম থাকা দুই অভিযুক্ত অনুপস্থিত ছিলেন। বিচারক জানিয়েছেন, আগামী ৩ জুলাই চার্জ গঠন করা হবে। তবে এদিন অনুপ মাজি ওরফে লালা আদালতে হাজির ছিলেন।

- Advertisement -
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর