নিজস্ব প্রতিনিধি, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: সোমবার সকালে কালনা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে ঘোষপাড়া এলাকায় অবৈধ পুকুর ভরাট রুখলো কালনা পৌরসভা। কালনা পৌরসভার ঘোষপাড়া এলাকায় রয়েছে একটি ডোবা পুকুর, স্থানীয় ওয়ার্ডের বিভিন্ন ড্রেনের জল ওই ডোবাটিতে নামত। স্থানীয় এলাকার ওই ডোবার মালিক অবৈধভাবে ওই ডোবাটিকে বুঝিয়ে ফেলার কাজ চালাচ্ছিল বেশ কয়েকদিন ধরে।
কালনা পৌরসভার বিষয়টির ওপর নজর পড়তেই সোমবার সকালে কালনা পৌরসভার কনজারভেন্সি বিভাগের সভাপতি তথা কালনা পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসুর নেতৃত্বে, ওই অবৈধ পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেয় তারা। জেসিবি নিয়ে এসে যেটুকু পুকুর ভরাট করে ফেলেছিল ঐ পুকুরের মালিক সে সমস্ত মাটির তুলে জেসিবির সাহায্যে ফেলে দেয় তারা।
অনিল বসুর কথায়, ডোবাটি ভরাটের কাজ করায়, জল নিকাশি ব্যবস্থার জন্য সমস্যা তৈরি হতো। একই সাথে এলাকায় ড্রেন গুলির জল নিকাশি না হওয়ায়, সেখান থেকে ডেঙ্গুর মশা বংশবিস্তার করতে পারে। আর সেই কারণেই কালনা পৌরসভার উদ্যোগে এই অবৈধ কাজ বন্ধ করা হয়েছে।