টিএসপি বাংলা ওয়েবডেস্ক, মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩, বর্ধমান: কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন শহর বর্ধমানের একাধিক এলাকা। বর্ধমান জেলা আদালত, জেলা শাসকের অফিস সংলগ্ন এলাকা, পার্কাস রোড এলাকা থেকে তেলিপুকুর মোড় সব দিকে জল থইথই অবস্থা শহরের একাধিক এলাকায়। ভোগান্তিতে শহরবাসী ও বাইরে থেকে শহরে আসা লোকজন। নিকাশি ব্যবস্থা নিয়েও সরব শহরবাসী।
শহর বাড়ছে, তাই কোন কোন এলাকায় সাময়িকভাবে জল জমলেও তা কিছুক্ষণের মধ্যেই পরিষ্কারও হয়ে যাচ্ছে। পৌরসভা ও পৌরসভার নিযুক্ত সংস্থা প্রতিনিয়তই কাজ করছে বলে জানান বর্তমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার।

মঙ্গলবার কয়েক ঘণ্টার বৃষ্টি আর তাতেই প্রায় জল থইথই অবস্থা দেখা যায় বর্ধমান জেলা আদালত চত্বরে। একদিকে যেমন জমা জলের মধ্যেই কোন রকমে আইনজীবীদের বসে থাকতে দেখা যায়, তেমনই জমা জল পেরিয়ে এক প্রকার বাধ্য হয়েই যাতায়াত করতে হয় আইনজীবী, আদালতে আসা বিচারপ্রার্থী সহ অন্যান্যদের।
অন্যদিকে শহর বর্ধমানের পার্কস রোড ও পাড়াপুকুর এলাকায় নর্দমার নোংরা জল গৃহস্থের বাড়িতে ও দোকানে ঢুকে পড়ায় জীবন দুর্বিষহ হয়ে উঠেছে স্থানীয়দের। এই সমস্যার কোনো স্থায়ী সমাধান না হওয়ায় পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।