নিজস্ব প্রতিনিধি, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: সাধারণ মানুষের জন্য সুলভে দ্বিপ্রাহরিক ভোজনের ব্যবস্থা করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এ রাজ্যের বিভিন্ন জেলায় চালু হয়েছে মা ক্যান্টিন। বর্ধমান পৌরসভার নিজস্ব উদ্যোগে নিজস্ব ভবনে ন্যাশানাল আরবার লাইভলিহুড মিশনের অন্তর্গত তৃতীয় ‘মা ক্যান্টিন’ এর সূচনা হল রবিবার।
বর্ধমানের পুলিশ লাইন সংলগ্ন এলাকায় এই মা ক্যান্টিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী প্রদীপ মজুমদার ও স্বপন দেবনাথ, জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস, জেলা যুব তৃণমূলের সভাপতি রাসবিহারী হালদার, এবং প্রাক্তন বিধায়ক ও জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, কাউন্সিলার সনৎ বক্সি, ইন্তেখাব আলম, শাহাবুদ্দিন খান সহ অন্যান্যরা।
মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “রাজ্য বিভিন্ন ভাবে অর্থনৈতিক বঞ্চনার শিকার হচ্ছে। তা সত্বেও মানুষের পাশে থাকার প্রবনতা থেকেই মা ক্যান্টিনের প্রচলন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জীবন জীবিকার জন্য কিম্বা চিকিৎসার জন্যে অনেককেই শহরাঞ্চলে আসতে হয়, তাছাড়া ছোট ব্যবসায়ীরাও ব্যবসায়িক কারনে কিম্বা গ্রামাঞ্চলের চাষিরাও তাদের উৎপাদিত ফসল বিপননের জন্য শহরে আসেন। তারা মা ক্যান্টিন থেকে সুলভে দুপুরের খাবার পেতে পারবেন। তাই এই ধরনের মা ক্যান্টিন যাতে আরও তৈরী করা যায় তার প্রচেষ্টা চলছে”।
মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন, “চতুর্থ মা ক্যান্টিন তৈরী করার প্রস্তাব দেওয়া হয়েছে অনাময় হাসপাতালে। কারন ওখানেও প্রচুর মানুষ চিকিৎসা পরিষেবার জন্য দূর দুরান্ত থেকে আসেন। রোগী এবং রোগীর আত্মীয়স্বজনরাও এখান থেকে সুলভে দুপুরের খাবার পেতে পারবেন এবং তারা অনেক উপকৃত হবেন”।
পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার জানিয়েছেন, “এটা একটা জনকল্যানমূলক প্রকল্প। পুলিশ লাইনে বড় বাজার বসে। এখানে বহু মানুষ বিভিন্ন কাজে আসেন, তারা সুলভে খাবার পেয়ে উপকৃত হবেন। প্রতিদিন দুপুর ১ টা থেকে ২ টো পর্যন্ত এই ক্যান্টিনে খাবার দেওয়া হবে”। এর আগে বর্ধমান পৌরসভার উদ্যোগে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় মা ক্যান্টিন চালু করা হয়েছিল বলে জানান পরেশ বাবু।
উল্লেখ্য, এর আগে বর্ধমানে প্রথম মা ক্যান্টিন খোলা হয় বর্ধমান শহরের তিনকোনিয়া বাস স্ট্যান্ডে অজ্ঞাত কারনে সেটি বন্ধ হয়ে যায়। পরে পৌরসভার নতুন চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকারের আমলে দ্বিতীয় মা ক্যান্টিন চালু করা হয় বর্ধমান হাসপাতালে, যা রমরমিয়ে চলছে। এবার তৃতীয় মা ক্যান্টিন চালু হল পুলিশ লাইন সংলগ্ন এলাকায়। স্থানীয় এলাকায় বাজার ও বিভিন্ন রকম ব্যবসা থাকায় মাত্র পাঁচ টাকায় দুপুরের খাবার পাওয়া যাবে জেনে স্বাভাবিকভাবেই আপ্লুত বিভিন্ন ব্যবসায়ী ও শ্রমিক কর্মচারীরা।