নিজস্ব প্রতিনিধি, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: বর্ধমান পুরসভার কাজীরহাট এলাকায় পদ্মজা নাইডু মিউজিক কলেজ লাগোয়া একটি ঝোপের ভিতর থেকে বৃহস্পতিবার কৌট বোমা উদ্ধার হয়। স্থানীয়দের কাছ থেকে জানা যায় চারটি বোমা দেখা গেছিল বলে। এরপরেই স্থানীয় এলাকাবাসীদের সন্দেহ হয় যে কৌটোগুলো বোমা হতে পারে। এরপরই বর্ধমান থানার পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারটি কৌটোকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়।
পাশাপাশি বোম্ব ডিসপোজাল স্কোয়াড কে খবর দেওয়া হয়েছে বলে পুলিশ এর পক্ষ থেকে জানানো হয়েছে। বোম্ব ডিসপোজাল স্কোয়াডের অফিসারেরা আসার পরেই নিশ্চিত হওয়া যাবে ঝোপের ভিতর উদ্ধার হওয়া বস্তু গুলো আদৌ বোম না অন্য কিছু বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও এই ঘটনায় এলাকায় বোমাতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।