Home রাজনীতি ভোটের আগেই বড় সিদ্ধান্ত বিজেপি-র, পরিবর্তিত রাজ্য সভাপতি

ভোটের আগেই বড় সিদ্ধান্ত বিজেপি-র, পরিবর্তিত রাজ্য সভাপতি

টিএসপি বাংলা ওয়েবডেস্ক: বিভিন্ন রাজ্যের সভাপতি বদল করেছে ভারতীয় জনতা পার্টি। লোকসভা নির্বাচনের আগে অনেক বড় পরিবর্তন করেছে দল। ঝাড়খণ্ডের নতুন সভাপতি হয়েছেন বাবুলাল মারান্ডি। একই ভাবে সুনীল জাখরকে পঞ্জাবের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এর বাইরে তেলেঙ্গানায় দলের নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন জি কিষাণ রেড্ডি। একই ধরনের সিদ্ধান্ত অন্ধ্রপ্রদেশে, দলের নতুন সভাপতি ডি পুরন্দেশ্বরী

বাবুলাল মারান্ডি ফেব্রুয়ারি ২০২০ তে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাকে বিরোধীদলীয় নেতাও করা হয়েছিল। তবে আগামী লোকসভা নির্বাচন ও বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে দলের নেতৃত্ব পেয়েছেন তিনি। অর্থাৎ তিনিই এখন ঝাড়খণ্ড বিজেপির নতুন সভাপতি। একইভাবে সুনীল জাখর পঞ্জাব বিজেপির নতুন সভাপতি, যিনি একসময়ে কংগ্রেসের বড় নেতা ছিলেন।

সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে তেলেঙ্গানায়। সেখানে প্রাক্তন রাজ্য সভাপতি বান্দি সঞ্জয় কুমারকে সরিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডিকে রাজ্য সভাপতি করেছে ভারতীয় জনতা পার্টি। তেলেঙ্গানায় বান্দি সঞ্জয় কুমার অত্যন্ত সক্রিয় নেতা ছিলেন। কিন্তু বলা হয়ে থাকে তিনি সংগঠনকে একত্রিত করতে ব্যর্থ ছিলেন। সেই কারণেই দলের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

তবে, এরপর কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে রেড্ডিকে পদত্যাগ করতে হবে। রাজ্যে সংগঠনকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার দায়িত্ব নেবেন তিনি। এই পরিস্থিতিকে মাথায় রেখে দল তার জায়গায় কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্য কোনও মুখকে অন্তর্ভুক্ত করতে পারে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ৯ থেকে ১০ জুলাই রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্ধ্রপ্রদেশে রাজ্য সভাপতি দায়িত্ব ডি পুরন্দেশ্বরীকে দেওয়া হয়েছে, যিনি আগে দলের সাধারণ সম্পাদক ছিলেন। পুরন্দেশ্বরী প্রাক্তন মুখ্যমন্ত্রী এনটি রামা রাওয়ের কন্যা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, অমিত শাহ সহ সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে অনেক নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে সাংগঠনিক স্তরে করা পরিবর্তনগুলি হল এরই একটি অংশ। এছাড়াও রাজ্য স্তরে পরিবর্তনের পর কেন্দ্রীয় স্তরে সংগঠনে পরিবর্তন দেখা যাবে বলে জানা গিয়েছে।

Exit mobile version