Home ক্রাইম যাদবপুর কান্ডে গ্রেফতার আসানসোলের আসিফ

যাদবপুর কান্ডে গ্রেফতার আসানসোলের আসিফ

এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার ৯ জন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ, ৩ ডিসেম্বর ২০১১। ছবি: গৌরব ঘোষ

টিএসপি বাংলা ওয়েবডেস্ক, ১৬ আগস্ট ২০২৩, আসানসোল: কয়েকদিন আগে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় এক ছাত্রের। র‌্যাগিংয়ের জেরে প্রথম বর্ষের ওই ছাত্র মৃত্যু হয় বলে অভিযোগ। এই ঘটনায় এখনও পর্যন্ত প্রাক্তন ও সিনিয়র ছাত্র সহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় আসানসোল রেলপাড়ের মহম্মদ আসিফ নামে এক যুবককেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। মহম্মদ আসিফ খুবই দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা ফেরি করে সংসার চালান এবং কোনোভাবে তার ছেলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটি বড় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে সক্ষম হন।

এই ব্যাপারে আসিফের আত্মীয় সাহানা খাতুন জানান, আসিফের বাবা কঠোর পরিশ্রম করে ছেলেকে লেখাপড়া করতে পাঠিয়েছেন। আসিফ খুব ভালো মনের মানুষ। এ ধরনের ঘটনায় জড়িত থাকতে পারে না। তাকে ফাঁসানোর চেষ্টা চলছে কিন্তু ন্যায়বিচারে আমাদের বিশ্বাস আছে।

এই বিষয়ে ওই এলাকার কাউন্সিলর গোলাম সারওয়ার বলেন, আমরা শুনেছি আসিফকে যাদবপুর বিশ্ববিদ্যালয় হত্যা মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে। আমাদের বিশ্বাস আসিফ একজন ভালো ও যোগ্য ছাত্র হওয়ায় নির্দোষ প্রমাণিত হবে। আমরা ন্যায়বিচারে পূর্ণ আস্থা রাখি যে আসিফের সঙ্গে অবশ্যই ন্যায়বিচার হবে।

Exit mobile version