Home পশ্চিমবঙ্গ পূর্ব বর্ধমান বর্ধমান রাজ কলেজে ভেরিফিকেশন সহায়তা ক্যাম্পকে কেন্দ্র করে TMCP ও SFI এর...

বর্ধমান রাজ কলেজে ভেরিফিকেশন সহায়তা ক্যাম্পকে কেন্দ্র করে TMCP ও SFI এর মধ্যে বচসা, ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ

টিএসপি বাংলা ওয়েবডেস্ক, শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩, বর্ধমান: শুরু হয়েছে কলেজ গুলিতে ভর্তির প্রক্রিয়া, তার জন্য চলছে ভেরিফিকেশন। আর এই ভেরিফিকেশন সহায়তা ক্যাম্প খোলা কে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) ও এসএফআইয়ের (SFI) মধ্যে বচসা বাধে। এর পরেই উত্তেজনার সৃষ্টি হয় কলেজ ক্যাম্পাসে। ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ পৌঁছে উভয় পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

শুক্রবার ঘটনাটি ঘটে বর্ধমান রাজ কলেজে। এসএফআইয়ের অভিযোগ তারা রাজ কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য ভেরিফিকেশন সহায়তা ক্যাম্প করছিল। আর সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হয় এবং তাদের ফ্ল্যাগ, ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয়। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের যে কিউআর কোড দেয়া কার্ড দেওয়া হচ্ছিল সেগুলো তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ।

পাল্টা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দাবি করা হয় এসএফআইয়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। “যদি ফ্ল্যাগ, ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয় তাহলে তারা প্রমাণ দেখাক। আসলে তাদের সাথে কোনো ছাত্রছাত্রীই নেই”, দাবি তৃণমূল ছাত্র পরিষদের।

তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আরও বলা হয় যে প্রতি বছর তারা নতুন ছাত্র-ছাত্রীদের স্বাগত জানানোর অনুষ্ঠান রাখে। সেই অনুষ্ঠানই আজ হচ্ছিল। তাহলে সেই সময় তাদের এই ধরনের অনুষ্ঠান করতে হবে কেন? আর যদি করতেই হয় তাহলে প্রিন্সিপালের কাছে অনুমতি নিয়ে করুক। “আসলে পায়ে পা লাগিয়ে অশান্তি করতে চাইছে এসএফআই”, দাবি করে তারা

প্রসঙ্গত গত বছরের নবীনবরণ অনুষ্ঠানের জন্য ছাত্র-ছাত্রীদের থেকে জোর পূর্বক টাকা আদায় করে তৃণমূল ছাত্র পরিষদ, এমনই অভিযোগ উঠে আসে। যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল ছাত্র পরিষদ।

Exit mobile version