টিএসপি বাংলা ওয়েবডেস্ক, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: খন্ডঘোষ থানার কৈয়ড় গ্রাম পঞ্চায়েতে আরীন গ্রামে বুধবার সকালে অভিজিৎ রায় নামে এক ব্যক্তির উপর দুষ্কৃতীরা গুলি চালায়। অভিজিৎ রায়ের বাম হাতের উপরে গুলি লেগে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
জানা গেছে, ঘটনার দিন সকালে অভিজিৎ রায় তাঁর বাড়িতে ছিলেন। দুই দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। অভিজিৎ রায় মাটিতে লুটিয়ে পড়েন। দুষ্কৃতীরা গুলি চালিয়ে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিজিৎ রায়ের সঙ্গে মাধবডিহি এলকার বাসিন্দা বিকু শেখের গাড়ির ব্যবসা ছিল। ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরেই এই ঘটনা ঘটেছে বলে অনুমান।
ঘটনার পরই পুলিশ তৎপর হয়। অভিযান চালিয়ে বিকু শেখকে গ্রেফতার করা হয়। বাকি দুষ্কৃতীদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে খন্ডঘোষ থানার পুলিশ।