নিজস্ব প্রতিনিধি, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: বর্ধমান শহরের ৩ নম্বর ওয়ার্ড ও ৫ নম্বর ওয়ার্ড সহ বর্ধমান সদর ফুটপাত হকার্স ইউনিয়ন, কনট্রাক্টর লেবার ইউনিয়ন, ট্যাক্সি চালক ইউনিয়ন, টোটো চালক ইউনিয়ন, সব্জি বাজার ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নদের বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হলো রবিবার ৩ নম্বর ওয়ার্ড মেহেদী বাগান এলাকায়।
৫ দিন ব্যাপি এই বার্ষিক আলোচনা সভা আজ উদ্বোধন করা হলো প্রথম। প্রতি বছরের মতো এবছরেও এই সভার আয়োজন করা হয়। এদিনের এই বার্ষীক সভায় উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাস, বর্ধমান জেলার তৃনমূল কংগ্রেসের সাধারন সম্পাদক ইফতেকার আহমেদ (পাপ্পু) সহ সমস্ত ইউনিয়নের সদস্যরা।
এদিনের এই সভা থেকে বিধায়ক খোকন দাস বলেন, “৫ দিন ধরে এই ট্রেড ইউনিয়নদের বিভিন্ন সময় তাদের ডেকে আলোচনা করা হবে। যে ইউনিয়ন গুলো বর্ধমান শহরে সঠিকভাবে জাগিয়ে রেখেছে আমাদের পাপ্পু ভাই, সেই পাপ্পুভাইয়ের উদ্যোগে এই কর্মশালা চলছে। এটা খুব ভালো ব্যাপার”।