টিএসপি বাংলা ওয়েবডেস্ক, সোমবার, ৩১ জুলাই ২০২৩, বর্ধমান: পুকুর ভরাট নিয়ে বিতর্কে বর্ধমান পৌরসভা। শহরের ৩৫ নম্বর ওয়ার্ডে বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ জমা পড়ে বর্ধমান পৌরসভায়। এই অভিযোগ পেয়ে সোমবার কালী পুকুর পরিদর্শনে হাজির বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহ পৌরসভার অন্যান্য আধিকারিক ও ওয়ার্ডের কাউন্সিলর এবং বর্ধমান থানার পুলিশ।
পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার জানান “অভিযোগ পেয়ে আমরা এসে দেখলাম অনেকটা জায়গায় গাছপালা লাগিয়ে বাঁশের বেড়া দিয়ে আস্তে আস্তে ভরাটের প্রচেষ্টা চলছে“।

এই বিষয়ে পুকুরের মালিক তথা আইনজীবী জয়ন্ত মন্ডল দাবি করেন পুকুর ভরাটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তিনি আরও বলেন “আমি পুকুর ভরাট কেন করব? আমারও ক্ষমতা আছে সুপ্রিম কোর্টে যাওয়ার। আমার এক পয়সাও লাগবে না। আমি সব কটাকে ফাসাবো। আমার বিরুদ্ধে যদি কোন ব্যবস্থা নেয় আমিও কিন্তু ছাড়ব না। আইন পৌরসভা ভঙ্গ করছে। ওরা কতটা নিজেরা আইন মানে? বেআইনি কাজ তো পৌরসভা করছে”।