নিজস্ব প্রতিনিধি, রবিবার, ০১ অক্টোবর ২০২৩, পূর্ব বর্ধমান: অন্যের জমিতে কাজ করে এবং ছাগল পালন করে সংসার চলত পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের খুর্ত্তুবাপুর গ্রামের ভাস্কর মাঝির। প্রায়ই তিনি লটারি টিকিট কাটতেন। লটারিতে প্রথম পুরস্কার জেতার জন্য টানা ১০ বছর তিনি লটারির টিকিট কাটছেন। মাঝে মধ্যে পকেটে লটারির টিকিট দেখতে পেয়ে পরিবারের সঙ্গে দারুন অশান্তি হয়েছে বলে জানান তিনি। এদিন তিনি ন’পাড়া বাস স্ট্যান্ডে আসেন ছাগলের জন্য ঘাস কাটতে।
পকেটে পয়সা না থাকায় তিনি দোকানদারের কাছে ধারে টিকিট ক্রয় করেন। আগে তিনি দোকানদারের কাছে কুড়ি টাকা পেতেন, আর ৬০ টাকার তিনি লটারি ক্রয় করেন। এরপর দোকানি তার কাছে চল্লিশ টাকা পান। বাড়িতে গিয়ে তিনি জানতে পারেন যে লটারিতে প্রথম পুরস্কার পেয়েছেন এক কোটি টাকা। তার বসবাস করার মত কোন ঘর নেই। তিনি একটি বাড়ি ও কিছু চাষের জমি কিনবেন বলে জানান।
ওনার স্ত্রী সুমিত্রা মাজি জানান যে, আমাদের খুব কষ্টের সংসার ঠাকুর মুখ তুলে চেয়েছেন পুজোর আগেই এত বড় খুশির খবর পেয়ে আমরা আত্মহারা। ওনার মেয়ে নয়ন ও কল্পনা মাঝি জানান যে, বাবা আমাদের বহু কষ্ট করে বি.এ. পাস করিয়েছেন এবং ঋণ করে আমাদের ২ বোনের বিয়ে দিয়েছেন। ভগবান বাবার মুখ পানে তাকিয়েছেন। সব মিলিয়ে এই পুরস্কার পেতেই গোটা গ্রামে খুশির হাওয়া। ন’পাড়া বাস স্ট্যান্ডে তিনি মমেজুল ভাইয়ের লটারির দোকানে এই টিকিট তিনি কাটেন। টিকিট নাম্বার হল 95H83529 ।