নিজস্ব প্রতিনিধি, বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, পূর্ব বর্ধমান: কুখ্যাত দুষ্কৃতী জঙ্গল শেখকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য বর্ধমানের কালনা আদালতে আবেদন জানালো পূর্বস্থলী থানার পুলিশ। কালনা আদালতের বিচারক নয় (৯) দিনের পূর্বস্থলী থানায় পুলিশি হেফাজত মঞ্জুর করল বুধবার।
উল্লেখ্য কয়েকদিন আগে অস্ত্র সমেত দুজনকে নিজেদের হেফাজতে নেওয়ার পর, তাদের থেকে তথ্য পেয়ে কুখ্যাত দুষ্কৃতী জঙ্গল শেখকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য কালনা আদালতে বুধবার আবেদন জানায় পূর্বস্থলী থানার পুলিশ।
ফের বড়সড়ো অপরাধ করার পরিকল্পনা ছিল কাটোয়ায়
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেল থেকে জামিনে মুক্ত হবার পরই পূর্বস্থলী থানা এলাকার পিলার বাসিন্দা ভোলা ভকত, এবং সানঘোষ পাড়া এলাকার বাসিন্দা রুস্তম শেখ ওরফে ধানু কে নিয়ে বৈঠক করে কুখ্যাত দুষ্কৃতী জঙ্গল শেখ। এরপরেই তাদেরকে অস্ত্র সাপ্লাই করে জঙ্গল। রুস্তম, ভোলা এদের নিয়ে কাটোয়ায় বড়সড়ো অপরাধমূলক কাজ করার পরিকল্পনা ছিল জঙ্গলের।
উল্লেখ্য গত মাসে জঙ্গলকে ভগবানগোলা থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পূর্বস্থলী থানার পুলিশ জঙ্গলের সাথে যুক্ত থাকা অপরাধী ভোলা ও রুস্তমকে গ্রেফতার করার পরেই উঠে আসে তার নাম। এরপরে জঙ্গলকে নিজেদের হেফাজতে নিয়ে কি ধরনের অপরাধ করার পরিকল্পনা করেছিল জঙ্গল শেখ তা জানতে চাইছে পূর্বস্থলী থানার পুলিশ।
কালনা আদালতে জঙ্গল শেখকে ১৪ দিন নিজেদের হেফাজতে নেবার আবেদন জানিয়েছে পূর্বস্থলী থানার পুলিশ। যদিও ঐ দিন কালনা আদালতে জঙ্গলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে জঙ্গল। একই সাথে দুই তৃণমূল নেতার নাম সামনে এনেছে সে।